বাসাইলে স্বাস্থ্যসেবা প্রদানকারী ও স্বাস্থ্য সেবাগ্রহীতা ফোরামের সভা অনুষ্ঠিত

বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি
প্রকাশিত: ০৬:২২ পিএম, বুধবার, ২১ মার্চ ২০১৮ | ৪২৪

টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্যসেবা প্রদানকারী ও স্বাস্থ্য সেবাগ্রহীতা ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেফালী খাতুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বাস্থ্য সেবাগ্রহীতা ফোরামের সভাপতি রাশেদা সুলতানা রুবি, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম খান, ফোরামের সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম মোস্তফা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহীন পারভীন প্রমুখ।