নির্বাচনকালীন সরকারে বিএনপির কোন প্রতিনিধিত্ব থাকবে না- অর্থ মন্ত্রী


অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন খালেদা জিয়ার নির্বুদ্ধিতার কারনে নির্বাচনকালীন সরকারে বিএনপির কোন প্রতিনিধিত্ব থাকবেনা। কারন জাতীয় সংসদে তাদের কোন প্রতিনিধি নেই।
তিনি শনিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভারতেশ্বরী হোমসে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম বার্ষিকী, জাতীয় শিশু দিবস ও ভারতেশ্বরী হোমসের বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
কুমুদিনী কল্যান সংস্থার পরিচালক শ্রীমতি সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, পরিচালক (শিক্ষা ) প্রতিভা মুৎসুদ্দি, ধাত্রী বিদ্যা বিশেষজ্ঞ ডা. সাহেলা খাতুন,ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ প্রতিভা হালদার, অষ্টম শ্রেণির ছাত্রী চিনময় চন্দ প্রমুখ।
সকাল ১০টা ২০মিনিটে অর্থ মন্ত্রী আবুল মাল আব্দৃল মুহিত হেলিকপ্টার যোগে কুমুদিনী হাসপাতাল মাঠে অবতরন করলে সেখানে তাকে স্বাগত জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি,কুমুদিনী কল্যান সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, পরিচালক প্রতিভামুৎসুদ্দি, পরিচালক সম্পা সাহা, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, সহকারী কমিশনার (ভুমি ) মো. আজগর হোসেন প্রমুখ।
এরপর মন্ত্রী কুমুদিনী হাসপাতালের লাইব্রেরীতে চা চক্রে যোগ দেন। চা চক্র শেষে হোমসের ছাত্রীদের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন। এরপর ভারতেশ্বরী হোমসের পিপিএম হলে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম বার্ষিকী, জাতীয় শিশু দিবস ও ভারতেশ্বরী হোমসের বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।
মন্ত্রী তার বক্তৃতায় বলেন বঙ্গবন্ধুর সবচেয়ে প্রিয় শিশুরা। তাই শিশুদের মাঝেই বেচে থাকবেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
বঙ্গবন্ধু ছিলেন আন্তর্জাতীতক মানের নেতা। তিনি কোন সময় কারো কাছে মাথা নত করেননি। সত্য ন্যায় ও সুন্দর এই তিনটি গুণই বঙ্গবন্ধু মধ্যে বিদ্যমান ছিল। নতুন প্রজন্মের শিশুদের মধ্যে এই তিনটি গুন থকলে তাদের পথচলা সহজ হবে।
বাজেট সম্পর্কে অর্থ মন্ত্রী বলেন আগামী বাজেটের আকার হবে সর্বোচ্চ ৪লক্ষ ৭৫ হাজার কোটি টাকা। সামাজিক নিরাপত্তার কর্মসূচী প্রকল্পের আকার ও পরিধি বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন।
এরপর অর্থমন্ত্রী কুমুদিনী হাসপাতালের নতুন সংযোজন আই সি ইউ উদ্বোধন করেন।