বিজিবির সহায়তায় নাফ নদী থেকে ১৮ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজার জেলা সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, শনিবার, ১৭ মার্চ ২০১৮ | ৪৬০

টেকনাফ উপজেলার নাফ নদী থেকে ১৮ লাখ ২০ হাজার ইয়াবা পিস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।১৬ মার্চ  শুক্রবার ভোরে নাফ নদীর দমদমিয়া থেকে এ ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরী জানান, ভোরে দমদমিয়ার নাফ নদী হয়ে ইয়াবার বড় একটি চালান আসবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র দুটি টহল দল অভিযান চালায়।

এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকা রেখে পালিয়ে যায়। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।বিবিজির ওই কর্মকর্তা আরও জানান, নৌকা থেকে একটি বস্তায় ভরা ১৮ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ৫৪ কোটি ৬০ লাখ টাকা।

এমএমআর