নেকড়ের জন্য চাকরি ছেড়েছেন চীনা তরুণী


একটি নেকড়ের মুখোমুখি হতে সহজে কেউ চাইবে না। কিন্তু এই ভয়ঙ্কর নেকড়েদের জন্য নিজের বড় চাকরি ছেড়ে দিয়েছেন এক চীনা তরুণী। ৩৬টি নেকড়ে কে নিয়েই গড়ে তুলেছেন তার শখের জীবন।
ইয়াংসী ইভিনিং নামের একটি চীনা দৈনিকের বরাত দিয়ে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে সিসিটিভি।
উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলে বসবাস করা ইয়াং ওয়েনজিং নামের ওই তরুণী গত বছর একটি পর্যটন সংস্থার বড় চাকরি ছেড়ে দিয়ে একটি নেকড়ে পরিচর্যা কেন্দ্রে যুক্ত হন। কারণ তিনি এটিকে অত্যন্ত ভালোবাসেন। তিনি প্রথমে নেকড়েগুলোর বিশ্বাস অর্জনের চেষ্টা করেন এবং একসময় সেটি অর্জনের পর এখন এই নেকড়েগুলোই তার সবকিছু।
বর্তমানে ওই কেন্দ্রে মোট ৩৬টি নেকড়ে রয়েছে যার সংখ্যা দিন দিন বাড়ছে। ইয়াং বলেন, প্রতিটি নেকড়েই আমার বন্ধু। তিনি একটি প্রাপ্তবয়স্ক নেকড়ের মত তাদের সঙ্গে খেলা করেন। তিনি সেগুলোকে তার মুখমণ্ডল লেহন করতে দেন। তিনি বরফের মধ্যে তাদের সঙ্গে সময় কাটান।
যখন ইয়াং তার আগের চাকরি ছেড়ে নেকড়েদের সঙ্গে সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তখন তার বাবা-মা কিছুতেই এটিতে রাজি ছিলেন না। তারা চিন্তা করেছিলেন এটি ইয়াংয়ের জন্য ভয়ঙ্কর কাজ। কিন্তু এক বছর পর ইয়াংয়ের কাজে তারা সন্তুষ্ট এবং তারা তাকে পরিপূর্ণ সমর্থন করছেন ।
এমএমআর