সখীপুরে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, সোমবার, ১২ মার্চ ২০১৮ | ৪৮৫

টাঙ্গাইলের সখীপুরে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার প্রদর্শণীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলার সাপিয়াচালা গ্রামে ২০১৭-১৮ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে স্থানীয় কৃষি অধিদপ্তরের আয়োজনে এ দিবস অনুষ্ঠিত হয়।

দিবসে স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেনের সভাপতিত্বে জেলা প্রশিক্ষণ কর্মকর্তা জয়নাল আবেদিন, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) আবু আদনান, উপজেলা কৃষি কর্মকর্তা ফায়জুল ইসলাম ভূইয়া,উপ-সহকারী কৃষি কর্মকর্তা ওবায়দুল হক খাঁন প্রমূখ বক্তব্য দেন।

অনুষ্ঠান শেয়ে স্থানীয় কৃষক আ. লতিফ মিয়ার কুমড়া জাতীয় ফসলে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার প্রদর্শণ করা হয়।