আলোকিত বাংলাদেশ গড়তে আবারো নৌকায় ভোট দিন----স্বরাষ্ট্রমন্ত্রী

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ সংবাদদাতা
প্রকাশিত: ১০:২৩ এএম, সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭ | ৫২৬

স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আলোকিত বাংলাদেশ গড়তে আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র চলছে তা এখনো বিদ্যমান।

কিন্তু কোন ষড়যন্ত্র বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। স্বরাষ্ট্রমন্ত্রী রোববার ঝিনাইদহের মহেশপুর উপজেলার অডিটোরিয়াম মাঠে আওয়ামীলীগের এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

মহেশপুর উপজেলা আওয়ামীলীগের নেতা ময়জুদ্দীন হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, আনোয়ারুল আজিম আনার এমপি, নবী নেওয়াজ এমপি, জেলা প্রশাসক জাকির হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, সাবেক সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল ও পারভিন তালুকদার মায়া উপস্থিত ছিলেন।

এর আগে তিনি কোটচাঁদপুর সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় ও মহেশপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নব নির্মিত ভবনের উদ্বোধন করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, নাফ নদি যখন ক্রমাগত রোহিঙ্গাদের রক্তে রঞ্জিত হচ্ছিল, তখন মুক্তির দিশা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বাংলাদেশে আশ্রয় দেন এবং প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে খাওয়ানোর ব্যবস্থা করেন।

মানবতার দৃষ্টান্ত স্থাপন করে আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ অন্যন্য নজীর স্থাপন করে বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছেন।

তিনি সীমান্ত সমস্যা নিয়ে বিজিবি, পুলিশ ও সীমান্ত এলাকার সংসদ সদস্যদের নিয়ে বসার কথা জানান। তিনি বলেন সীমান্ত নিয়েও অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু তা আমরা বিচক্ষনতার সাথে রুখে দিয়েছি।