শশুর হত্যাকরী জামাই গ্রেফতার, স্বীকারোক্তিমুলক জবানবন্দি

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪০ পিএম, রোববার, ১১ মার্চ ২০১৮ | ৫৮১

মির্জাপুরে শুশুরকে পিটিয়ে হত্যাকারী ঘাতক জামাই রেজাউল করিম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

রোববার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামনের আদালতে এই স্বীকারোক্তি দেন বলে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত ) শ্যামল কুমার দত্ত জানিয়েছেন।

শনিবার গভীর রাতে এই উপজেলার হাটুভাঙ্গা বাজার থেকে তাকে গ্রেফতার করে রোববার আদালতে প্রেরন করা হয়। তার বাড়ি এ উজেলার আজগানা পূর্ব পাড়া গ্রামে।

পুলিশ সূত্র জানায়, আট বছর আগে সে পার্শ্ববর্তী কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের কোটানিপাড়া গ্রামের বেল্লাল হোসেনের মেয়ে বিউটি বেগমকে বিয়ে করে। বিয়ের পর থেকেই সে স্ত্রীর ওপর অমানসিক নির্যাতন শুর করে।

শনিবার বিউটির পিতা বেল্লাল হোসেন এই নির্যাতনের হাত থেকে মেয়েকে রেহাই দেওয়ার জন্য রেজাউলের বাড়ি থেকে নিয়ে আসার পথে রড দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।

শনিবার গভীর রাতে পুলিশ হাটুভাঙ্গা বাজার থেকে রেজাউলকে গ্রেফতার করে।