বাঘিল কে কে উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের বাঘিল কে কে উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারী শনিবার সকালে স্কুল মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর -৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন এমপি।
এসময় তিনি বলেন শিক্ষাই জাতির ভবিষৎ।শিক্ষা ছাড়া কোন জাতিই আজও পর্যন্ত উন্নতি করতে পারেনি পারবেও না।কাজেই তোমাদের উপর তোমার পরিবারে যেমন প্রয়োজন আছে তেমনি তোমাদের নেতৃত্ব দেশের প্রয়োজন আছে।কারণ তোমরাই একদিন দেশ গড়ার কারিগর হবে।
উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম। দানেচ আলীর সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক শাজাহান আনসারী, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক নাজমুল হুদা নবীন, বাঘিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, বাঘিল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান মন্টু, সাধারণ সম্পাদক সহ সকল শিক্ষার্থী ও অভিবাবক বৃন্দ।