বাসাইলে ১১ দফা দাবী আদায়ে শিক্ষকদের বিক্ষোভ

বাসাইল সংবাদদাতা
প্রকাশিত: ১২:৪২ পিএম, রোববার, ১১ মার্চ ২০১৮ | ৪৬৮

শিক্ষা ব্যবস্থা জাতীয় করণ,শতকরা পাচঁ ভাগ বার্ষিক প্রবৃদ্ধি,পূর্ণাঙ্গ উৎসব ভাতা, নববর্ষ ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিশ্চিত করণ সহ ১১ দফা দাবি আদায়ে ১১ মার্চ বাসাইলে বিক্ষোভ সমাবেশ শেষে অনির্দিষ্ট কালের জন্য স্কুল কলেজে তালা ঝুলানোর ঘোষনা দেয় উপজেলা শিক্ষক -কর্মচারি সংগ্রাম কমিটি ।

উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মীরমনিরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশ বক্তব্য রাখেন বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর হাবিবুর রহমান,সহকারী অধ্যাপক দেবাশীষ দেব,শহীদ রওশন আলী মহাবিদ্যালয়ের প্রভাষক মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেসিন বাসাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সহিদুর রহমান, মিরিকপুর গঙ্গাচরণ তপশিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী খান, বাথুলী সাদী লাইলী বেগম উচ্চ বিদ্যালয়ের মো. মনসুর আলী খান, শিক্ষক নেতা হায়দার আলী, এইচ টি এ বি উচ্চ দ্যিালয়ের, হুমায়ুন কবির, জালাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ওসমান আলী।

সমাবেশে বক্তারা অবিলম্ভে শিক্ষকদের সকল দাবি মেনে নিয়ে শিক্ষা ব্যবস্থা জাতীয়করনের দাবি করেন, অন্যথায় সকল শিক্ষা র্কাযক্রম থেকে বিরত থাকা সহ অনির্দিষ্ট কালের জন্য স্কুল কলেজে তালা ঝুলানো ঘোষনা দেয়।

পিএইচ