টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটির মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২১ এএম, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১ | ১০২৮

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে পৌর এলাকার দিঘুলীয়া ৪নং ওয়ার্ডে  ২২০০ মাস্ক ও ৫০০ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলে পৌর এলাকার দিঘুলীয়া হক বাজারে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার  বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সেক্রিটারি ও টাঙ্গাইল শহর আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক এম.এ রৌফ।

এসময় আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট লেভেল অফিসার জিয়াউল আহসান,টাঙ্গাইল শহর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক  কাজী শফিকুল মওলা দোয়েল, বিশিষ্ট ব্যবসায়ী মোশারফ হোসেন,রেড ক্রিসেন্ট যুব প্রধান আলামীন প্রমুখ।