পেকুয়ায় দূর্বৃত্তরা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮ | ৩৯৮
 
কক্সবাজারের পেকুয়ায় কবির আহমদ চৌঃ বাজারের ব্যবসায়ী  হারুনুর রশিদকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে  দূর্বৃত্তরা। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় দূর্বৃত্তরা। তিনি সদর ইউনিয়নের পূর্ব গোয়াখালী এলাকার মোঃ সফির পুত্র। বুধবার (৭মার্চ) রাত  ১০টার দিকে পেকুয়া বাজারের ফাঁসিয়াখালী ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 
 
স্থানীয় ব্যবসায়ীরা আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক চমেক হাসপাতালে রেফার করেন । পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আহতের সাথে কথা বলেছেন। 
 
হাসপাতালে গুরুতর আহত অবস্থায় তিনি সাংবাদিকদের বলেন, বেশ কিছুদিন ধরে দোকানে কয়েকজন দূর্বৃত্ত এসে চাঁদাদাবী করছিল। ঘটনার রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার প্রস্ততি নিচ্ছিলাম। সেই সময় বারবাকিয়া জালিয়াকাটা এলাকার ১০/১২জনের একদল দূর্বৃত্ত দোকানের সামনে এসে দাড়ায় এবং টাকা দাবী করে। আমি টাকা দিতে অপরাগত প্রকাশ করলে কিরিচ দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে অপহরণ করে ব্রীজ সংলগ্ন এলাকায় নিয়ে আসলে স্থানীয় ব্যবসায়ীরা উদ্ধারে এগিয়ে আসে। ওই সময় দূর্বৃত্তরা ফাঁকা গুলিবর্ষণ করে পালিয়ে যায়। যাওয়ার সময় আমার পকেটে থাকা দোকানের বিক্রির টাকাও নিয়ে যায় তারা।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং হাসপাতালে গিয়ে আহতের সাথে কথা বলেছেন পুলিশ। হামলার কারণ জানা না গেলেও লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  
 
 
জুনাইদ উদ্দিন/এইচএইচ