টাঙ্গাইলে কুমুদিনী সরকারি কলেজে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন


ইউনেস্কো কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি প্রদান করায় টাঙ্গাইলের ঐতিহ্যবাহী কুমুদিনী সরকারি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ মার্চ বুধবার সকালে প্রতিষ্ঠানের মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক প্রানেশ রঞ্জন রায় এর সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর শরিফা রাজিয়া। তিনি তাঁর বক্তব্যে বলেন, ৭ই মার্চের ভাষণ সমগ্র বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিলো।
৭ই মার্চের ভাষণের চেতনাকে হৃদয়ে ধারণ করার জন্য শিক্ষার্থীদের প্রতি তিনি আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক সোহেল রানা খান ও বিসিএস ট্যাক্সের যুগ্ম কমিশনার মুর্তুজা রানা। এছাড়া আরো বক্তব্য রাখেন ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক গোপীনাথ দত্ত, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক বেলায়েত হোসেন, আবু রাসেল মো. সাঈম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোয়াজ্জেম হোসেন ভূইয়াঁসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুর রহমান, মো. ছানোয়ার হোসেন খান, পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রভাষক হূমায়ুন খালিদ, গণিত বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ দেওয়ান, কৃষ্ণ চন্দ্র ধর, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সজিব বণিক, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, ড. অলিউল ইসলাম চৌধুরী, রত্না রাণী চন্দ, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক আফিয়া সুলতানা, লাইব্রেরিয়ান রতন কুমার সূত্রধর, সাব্বির আকন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দর্শন বিভাগের প্রভাষক মোঃ নাজমুল আহসান মুরাদ। আলোচনায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমান এর ৭ই মার্চের ভাষণের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। এসময় প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
তনয় কুমার বিশ্বাস/পিএইচ