দেলদুয়ারে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্‌যাপন

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮ | ৪৯০

“মনসম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  মঙ্গলবার (৬ মার্চ) টাঙ্গাইলের দেলদুয়ারে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৮ পালিত হয়েছে।

অনুষ্ঠানের কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষা মেলা। দেলদুয়ার উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার সাবিনা ইয়াসমিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সানোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে দেলদুয়ার উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।