জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মাভাবিপ্রবিতে মানববন্ধন

ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে অফিসার্স এসোসিয়েশন। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন এ হামলার তীব্রনিন্দা জানিয়ে বলেন, অনতি বিলম্বে এ হামলার রহস্য উদঘাটন ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়েছেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাঃ তৌহিদুল ইসলাম ও অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মফিজুল ইসলাম মজনু ।
এসময় উপস্থিত ছিলেন অফিসার্স এ্যাসোসিয়েশ এর সহ-সভাপতি ড. ইকবাল বাহার, সাধারণ সম্পাদক সাদৎ-আল-হারুন, যুগ্ম সাধারন সম্পাদক মির্জা রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ছাদিকুল হকসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা মানববন্ধন থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।