বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদ্‌যাপনে ক্যাবের প্রস্তুতি সভা

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৪২ পিএম, রোববার, ৪ মার্চ ২০১৮ | ৫০৮

‘১৫মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস’ উদ্যাপনে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ‘ক্যাব’র বাগাতিপাড়া উপজেলা শাখার উদ্যোগে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।

রবিবার বিকাল তিনটায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাব’র উপজেলা কমিটির সভাপতি আব্দুল মজিদ।

অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির উপস্থিতিতে আগামী ১৫মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবসে সকালে উপজেলা প্রশাসনের সাথে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বিকেলে উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে শোভাযাত্রা সহ পথসভা ও প্রচারপত্র বিতরণ করার মাধ্যমে দিনটি উদয্াপন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ক্যাব’র উপজেলা কমিটির সহ-সভাপতি রেজাউন্নবী রেনু, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তপু, যুগ্ম সম্পাদক আল-আফতাব খান সুইট, কোষাধ্যক্ষ এসএম হাসান জাহিদ বাবু, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট হাসান সৈকত, সদস্য আব্দুল মান্নান লোহানী, অধ্যক্ষ জুলফিকার আলী, ইউনুস আলী সেন্টু, আব্দুল নাহিদ, লাভলী বেগম, নূরজাহান খাতুন ও ফজলুর রহমান প্রমুখ।