ভূঞাপুর পৌরসভায় নৌকার জয়


টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামীলীগ প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
শনিবার (৩০ জানুয়ারি) তৃতীয় ধাপে পৌরসভা নির্বাচনে ভূঞাপুর পৌরসভার আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. মাসুদুল হক মাসুদ ৯৪১৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৪৪১৩ ভোট, আর আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার জগ প্রতীকে পেয়েছে ৩৭০১ ভোট।
এরআগে পৌরসভার ৯টি ওয়ার্ডে ১০টি কেন্দ্রে ২১ হাজার ৭শ ২৯ ভোটারের মধ্যে ১৭৬৯০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে রিটার্নিং অফিসার ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষনা করেন।