নাগরপুরে বার্র্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন

নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫১ পিএম, রোববার, ৪ মার্চ ২০১৮ | ৪৮৩

টাংগাইলের নাগরপুর পচাসারটিয়া মেহের আলী খাঁন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্টিত হয়েছে।

রবিবার সকালে বিদ্যালয় মাঠ প্রঙ্গনে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, টাংগাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল বাতেন এমপি।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. তাহেরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভারড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ও টাংগাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার, এমপি পত্মী খন্দকার মমতাজ, মুক্তিযোদ্ধা আমিনুর রহমান নান্টু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেন।

এ সময় শিক্ষক, শিক্ষাার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন । ক্রীড়া পরিচালনা করেন স্কুলের সহকারী শিক্ষক মো: আবুল হোসেন। অনুষ্টান শেষে অতিথীবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।