মির্জাপুরে পৌরসভার প্রায় ৩কোটি টাকা ব্যয়ে ৬টি প্রকল্প

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৭ পিএম, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯ | ৮৭৫

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভায় ২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ৬টি কাঁচা রাস্তা পাকা করণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে মির্জাপুর পৌরসভার মেয়র উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাহাদৎ হোসেন সুমন এ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।

এসময় ওয়ার্ড কাউন্সিলর শহীদুর রহমান শিপন, এস এম রাশেদ, আমিরুল কাদের লাবন, আফরোজা আলম, চন্দনা দে, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সহকারী প্রকৌশলী মঞ্জুর হোসেন, উপ-সহাকরী প্রকৌশলী বাবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভার উপ-সহকারী প্রকৌশলী বাবুল হোসেন জানান, ৩টি প্যাকেজে পৌর এলাকার ২, ৩, ৪, ৫, ৬, ৮ ও ৯ নং ওয়ার্ডে ২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ৬টি কাঁচা রাস্তা পাকা করণ করা হবে।