রাজধানীর লক্ষ্মীবাজারে কলেজছাত্র খুন


রাজধানীর লক্ষ্মীবাজারে হোলি উৎসবে ছুরিকাঘাতে রণক (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ভিক্টোরিয়া পার্কের কাছে কনকর্ড কলেজের গলিতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার এসআই নারায়ণ।
তিনি জানান, নিহত রণককে কয়েকজন দুর্বৃত্ত ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, ছুরিকাহত রণককে দুপুর ১টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কিশোর রণক রাজধানীর কামরাঙ্গীরচার এলাকার বাসিন্দা। সে আজিমপুরের নিউ পল্টন এলাকার একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।