বগুড়ায় অস্ত্রসহ এক বৃদ্ধ গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩১ পিএম, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮ | ৪৩৬
বগুড়ায় অভিযান চালিয়ে একটি বিদেশী সচল রিভলবার ও এক রাউন্ড গুলিসহ তোফাজ্জল হোসেন ওরফে আশরাফ (৬৩) না‌মের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।
 
আজ বৃহস্পতিবার বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আশরাফ ঠনঠনিয়া শহিদ নগর এলাকার মৃত গিয়াস উদ্দিন ওরফে গেদু জেলাদারের পুত্র। সে বর্তমানে বগুড়া শহরের চকফিরদ কলোনী এলাকায় জামিল মাদ্রাসার উত্তর পাশে বসবাস করে।
 
উক্ত গ্রেফতারকৃত ব্যক্তি বিভিন্ন স্থানে অস্ত্র মহড়া ও পেশী শক্তি প্রদর্শন করে ত্রাসসৃষ্টি করে আসছিল। গ্রেফতারকৃত সন্ত্রাসীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এর আগে তার নামে বগুড়া সদর থানা ও শাজাহানপুর থানায় তিনটি মামলা রয়েছে ব‌লে জানা গে‌ছে।
 
খা‌লিদ হাসান/পিএইচ