কালিহাতীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে অভিবাবক সমাবেশ


টাঙ্গাইলের কালিহাতীতে নারী ও শিশুর প্রতি নির্যাতন এবং বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় শীর্ষক অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৭ ফেব্রæয়ারি সকাল ১১টায় জেন্ডার জাস্টিস এন্ড ডাইভার সিটি ব্র্যাক কালিহাতীর আয়োজনে স্থানীয় আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে দেওপাড়া ইউনিয়ন পরিষদ কার্য্যালয়ে উক্ত অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কহিনুর ইসলাম, এনাক শিক্ষা ব্যবস্থাপক মো: সেকান্দর আলী। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা ব্র্যাক ব্যবস্থাপক গোলাম জাকারিয়া ও খালেকুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো: হাফিজুর রহমান।