কালিহাতীতে স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:২৭ পিএম, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮ | ৪২১

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কুড়িঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী আছিয়া আক্তারের রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে।

মাদ্রাসা ছাত্রী আছিয়া (১২) উপজেলার জোয়াইর গ্রামের বিলাত হোসেনের মেয়ে। আর্থিক অবস্থা ভালো না থাকায় বাবা বিলাত হোসেন মেয়ের লেখাপড়া জন্য নানা বাড়ীতে রেখে ঢাকা শহরে রিকশা চালান। এ সুযোগে নানা আজগর আলী ২৪ ফেব্রুয়ারী শনিবার নাতনী আছিয়াকে ধর্ষণ করার চেষ্টা করে। ধর্ষণ করতে না পেরে তাকে হত্যা করেছে বলে নিহতের স্বজনরা জানিয়েছেন।

জানা যায়, হত্যা করে ঘরের আড়ার সাথে লাশ ঝুলিয়ে রাখে। লাশ গুম করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে ২৫ ফেব্রুয়ারী রবিবার সকাল ১১ টায় বিষয়টি প্রকাশ হয়ে যায়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলা এলেঙ্গা পৌর এলাকার হিজুলী গ্রামে।

নিহতের পিতা বিলাত হোসেন বলেন, আমি ঢাকায় রিকশা চালাই। অভাবের সংসার থাকায় নানার বাড়িতে মেয়েকে লেখাপড়া করাতে দিয়ে ছিলাম। এ ঘটনায় আমার শ্বশুর ও শ্বাশুড়ীর শাস্তি চাই।

কালিহাতী থানার ওসি (তদন্ত) মুনছুর আলী আরিফ জানান, রবিবার দুপুরে পুলিশ আজগর আলীর বাড়ি থেকে লাশ উদ্ধার করে। এ সময় নানা আজগর আলী কে পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইলের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে কালিহাতী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শুভ্র মজুমদার/পিএইচ