টাঙ্গাইলে পানির প্রবল স্রোতে পাকা সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন


টাঙ্গাইলে বন্যার পানির স্রোতে পৌর শহরের পাকা সড়ক ভেঙ্গে গেছে। রোববার (২৬ জুন) সন্ধ্যায় কাগমারা এনায়েতপুর ভাঙ্গারপাড় মোড় এলাকার সড়কটি বন্যার পানির প্রবল স্রোতে ভেঙে যায়। এতে শহরের সাথে সদর উপজেলার পশ্চিম ও উত্তরাঞ্চলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এ ছাড়াও কয়েকটি গ্রামের ফসলি জমি প্লাবিত হয়েছে।
টাঙ্গাইল পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।
সড়কটি পরিদর্শন করেছেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর ।
স্থানীয়রা জানায়, গত কয়েক দিন যাবৎ সড়কের উত্তর পাশে পানি বৃদ্ধি পায়। রোববার বিকেল থেকে ভাঙন কবলিত এলাকায় সড়কের নিচে সেলো মেশিনের দেয়া পাইপের পাশ দিয়ে লিকেজ শুরু হয়। এর ফলে সড়কের ২০ ফুট ভেঙে গেছে। এতে সদর উপজেলার বাঘিল ও দাইন্যা ইউনিয়নের লক্ষাধিক মানুষের শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এছাড়াও পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাগমারা, দাইন্যা ইউনিয়নের বাইমাইল, বাসারচর, লাউজানা ও বাঘিল ইউনিয়নের কোনাবাড়ী ও ধরেরবাড়ী গ্রামের ফসলি জমিয়ে তলিয়ে গেছে।
এ বিষয়ে টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর জানান, বিষয়টি স্থানীয় কাউন্সিলর আমাকে জানিয়েছেন। সকালের মধ্যেই সড়কটি মেরামতের ব্যবস্থা করা হবে।