টাঙ্গাইলে ২২ লিটার চোলাই মদসহ গ্রেফতার ০৪

টাঙ্গাইল জেলার সদর থানা করাটিয়া থেকে ২২ লিটার চোলাই মদসহ ০৪ জনকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইল কোম্পানীর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলামের নেতৃত্বে একটি দল টাঙ্গাইল জেলার সদর থানা করাটিয়া বাজারস্থ মের্সাস রিয়া স্টীল এন্ড মজিবর ওয়েল্ডিং ওয়াকর্সপ দোকানের সামনে অভিযান পরিচালনা করে ১। দুলাল চন্দ্র দে (৬৩), ২। নরেশ চন্দ্র বসাক ৩। সুশীল কুমার পাল,৪। অভিজিৎ সাহাকে (৩৭), ২২ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ গ্রেফতার করেন।
আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামীগন দীর্ঘদিন যাবৎ পাইকারী ও খুচরাভাবে টাঙ্গাইল জেলার শহর এলাকায় সহ আশপাশ থানা এলাকায় মাদক সেবিদের চাহিদা অনুযায়ী দেশীয় তৈরী চোলাই মদ ক্রয়-বিক্রয় এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা দেশীয় তৈরী চোলাই মদ ক্রয়-বিক্রয়ে সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
লাইসেন্স ব্যতিত দেশীয় তৈরী চোলাই মদ নিজ নিজ হেফাজতে রাখার অপরাধে গ্রেফতারকৃত আসামীগণদের বিরুদ্ধে জেসিও-৭২৪৫ ডিএডি মোঃ সেলিম রেজা র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ২২(গ) ধারায় ০১ টি মামলা রুজু করেন।