সখীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

সখীপুর প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:০০ পিএম, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮ | ৪৪৭

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় তানবীর হাসান পায়েল (১৩) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার আড়াইপাড়া বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত তানবীর হাসান পায়েল ওই গ্রামের বছির উদ্দিনের ছেলে এবং আড়াইপাড়া মাজেদা মজিদ উচচ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। এ ঘটনায় নিহতের পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেল আড়াইটার দিকে উপজেলার কচুয়া বাজার হতে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি আড়াইপাড়া যাওয়ার পথে আড়াইপাড়া বাজার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সে রাস্তার পাশে গাছের সাথে প্রচন্ড বেগে ধাক্কা খায়।

গুরুতর আহত অবস্থায় তানবীর হাসান পায়েলকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।