মা ফাতেমা স্কুল এ্যান্ড কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরনী


টাঙ্গাইলের মির্জাপুরে মীর শরীফ মাহমুদ ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক পরিচালিত মা ফাতেমা স্কুল এ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গনে এই অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়রম্যান ও কলেজ পরিচারনা পরিষদের সভাপতি মীর শরীফ মাহামুদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আজিজা সুলতানা, আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম, মিজু আহমেদ লুৎফর রহমান লাভলু প্রমুখ।
গত ২০ ফেব্রুয়ারী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুই শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেয় বলে কলেজ সূত্র জানিয়েছে।
শামসুল ইসলাম সহিদ