ফুটবল টুর্নামেন্টে বাসাইল পৌরসভা ৪-০ গোলে জয়ী

বাসাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮ | ৫৫১

টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাব ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় কাশিল ইউনিয়নকে ৪-০ গোলে হারিয়েছে বাসাইল পৌরসভা।
২১ ফেব্রুয়ারি উপলক্ষে ক্রিড়াঙ্গণে মাতৃভাষা তাৎপর্য বিস্তার ও তৃণমুল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়ার সৃষ্টির লক্ষ্যে ফুলবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।

বুধবার বিকালে উপজেলা কেন্দ্রিয় মাঠে এ খেলার উদ্বোধন করেন আলাউদ্দিন টেক্সটাইল মিলস লি. এর ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার সাহা। উদ্বোধনী খেলায় বাসাইল পৌর সভা ও কাশিল ইউনিয়নের দুটি টিম অংশ নেন।

খেলা শুরুর কিছুক্ষণ পরই বাসাইল পৌরসভা ১ম গোল করে, প্রথমার্ধে বাসাইল পৌরসভা ৩টি গোল করতে সক্ষম হয়। দ্বিতীয়ার্ধেও বাসাইল আরোও একটি গোল করে ৪-০ গোলে বাসাইল পৌরসভা জয়লাভ করে।

বাসাইল প্রেসক্লাবের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্না’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রনালয়ের উপ-সচিব আমিন শরীফ সুপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাত বোর্ডের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কে এম আসাদুল হক তালুকদার, বাসাইল উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সরকার আরিফুজ্জামান ফারুক প্রমুখ।