শুধু মাত্র ভাল ফলাফল করলেই মেধার বিকাশ হবে না: নুরুল আমিন


টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন বলেছেন, শুধু মাত্র ভাল ফলাফল করলেই মেধার বিকাশ হবে না । জিপিএ ৫.০০ বা গোল্ডেন জিপিএ ৫.০০ পেলেই কিন্তু মেধা বিকশিত হবে না ।
টাঙ্গাইল জেলা প্রশাসন ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকা এর উদ্যোগে ২০ ফ্রেব্র“য়ারি মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘পরমাণু শক্তির শান্তিপূর্ন ব্যবহার’ শীর্ষক সেমিনার ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, আমরা কোনদিন কোচিং সেন্টারে যাই নি, গাইড বই পড়ি নি । আমরা সব সময় মূল বই পড়েছি । তোমরা মূল বই পড়ে বিজ্ঞান ও প্রযুক্তি মনস্ক জাতিতে পরিণত হও তাহলেই আগামী দিনে দেশকে নেতৃত্ব দিতে পারবে । শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা যতটুকু জানেন ততটুকুই শিক্ষার্থীদেরকে জানানোর চেষ্টা করবেন । আমি আশা করি আগামী দিনে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকের সমন্বয়ে মেধাবী, বিজ্ঞান মনস্ক ও আইটি জ্ঞান সম্পন্ন জাতি পরিণত করতে পারবো যা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে ।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আশরাফুল মমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রুপপুর পারমাণবিক বিদ্যুৎ নির্মাণ প্রকল্পের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা গোলাম শাহীনুল ইসলাম, বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর আর্টিস্ট রবিন বসাক ।
এছাড়া বিচারক হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী, কুমুদিনী সরকারি কলেজের সহযোগি অধ্যাপক সজিব বণিক, সরকারি এমএম আলী কলেজের সহযোগি অধ্যাপক তাহমিনা জাহান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক লুৎফুন্নেছা বারী এবং সরকারি এমএম আলী কলেজের সহযোগি অধ্যাপক শহিদুর রহমান মিয়া । এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ ।
প্রতিযোগিতায় টাঙ্গাইল জেলার মাধ্যমিক স্তরের ২৮ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে । ১ম স্থান অর্জন করে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ২য় স্থান অর্জন করে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ৩য় স্থান অর্জন করে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় । প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয় ।
তনয় কুমার বিশ্বাস/পিএইচ