টাঙ্গাইল বাসাইলে র‌্যাব এর হাতে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০২:১৯ পিএম, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮ | ৫৪২

টাঙ্গাইল জেলার বাসাইল থানার আইসড়া গ্রাম থেকে গত (২০ ফেব্রুয়ারী) মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে ফারুক ও হারুন নামে দুই যুবককে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইল কোম্পানীর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলামের নেতৃত্বে একটি দল টাঙ্গাইল জেলার  বাসাইল থানার আইসড়া গ্রামে উত্তরপাড়া খালেরপাড় সংলগ্ন রাজালীর বাড়ীর দক্ষিণ পাশে থেকে অভিযান পরিচালনা করে  মোঃ ফারুক হোসেন (৩৫) ও হারুনকে (২২), ৩ টি ছোড়া, ১ টি চাপাতি, ১ টি এসএস পাইপ ও ১ টি মোবাইল ফোন সহ গ্রেফতার করেন।

আসামীদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় বাসাইল ও কালিহাতি থানার এলাকা সহ আশপাশে বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, খুন ইত্যাদি ছাড়াও বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকান্ড করে আসছে।

তারা এলাকায় অজ্ঞাতনামা ও পলাতক আসামীগণ সহ পরস্পর যোগসাজসে অবৈধভাবে আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার মাধ্যমে চাঁদাবাজি, ছিনতাই ও লোকজনকে ভয় ভীতি, হুমকি সহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডে দেশী অস্ত্র ব্যবহার করে থাকে।

নাশকতামুলক কর্মকান্ড করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিজ নিজ হেফাজতে রাখার অপরাধে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পুলিশ পরিদর্শক (বিপি-৬৯৮৭০১২৩৭২) মোঃ সবুজ মিয়া র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল বাদী হয়ে বাসাইল থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-F ধারায় ০১ টি মামলা দায়ের করেন।