কালিহাতীতে দ্বিতীয় দিনেই উৎসব মুখর হয়ে উঠেছে একুশে বই মেলা

কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১৪ পিএম, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮ | ৯৩৯

কালিহাতীতে দ্বিতীয় দিনেই বই প্রেমীদের আনাগোনায় উৎসব মুখর হয়ে উঠেছে ১১ তম একুশে বই মেলা।

২০ ফেব্রুয়ারী বিকেল ৩ টা থেকে মেলায় ক্রেতা-দর্শনার্থীদের ভীর ছিল চোখে পরার মতো। এদিকে অভিভাবকরা শিশুদের পছন্দের বই কেনার জন্যও ভীরকে উপেক্ষা করে চলে এসেছেন বই মেলায়। বাঙ্গালীর প্রানের মেলা অমর একুশে বই মেলা। বই প্রেমীদের সারাবছরের অপেক্ষা যেন শেষ হয় ফ্রেব্রুয়ারী মাস এলে। বিকেল থেকেই ভীর পরে বই প্রেমীদের।

রাত পযর্ন্ত চলে বই বেচাকেনা। আবালবৃদ্ধবনিতা সবাই আসে যার যার পছন্দের বই কিনতে। কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এবারের বই মেলায় ৪৮ টি ষ্টল স্থান পেয়েছে। ষ্টলগুলোতে মুক্তিযুদ্ধ বিষয়ক বই, গল্প, উপন্যাস, প্রবন্ধ, ধর্মীয়, ভ্রমন, জ্ঞান বিকশিত বইসহ অনেক রকমের বই পাওয়া যাচ্ছে মেলাতে।

তার মধ্যে উপজেলার আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক উদীয়মান মননশীল লেখক ইস্কান্দার মীর্জার লেখা “সফলতার সন্ধানে” গ্রন্থটি এবং সাপ্তাহিক যুগধারা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এইচ.এম হাবিবুর রহমান সরকারের লেখা “বাঘা সিদ্দিকীর অস্ত্র জমা” বইটি বই প্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে। দ্বিতীয় দিনের বই মেলায় অনুষ্ঠানমালার মধ্যে ছিল বিকেল ৩ টায় কলেজ পর্যায়ে বিতর্ক ও রচনা প্রতিযোগীতা।

বিতর্কের বিষয় ছিল তথ্য প্রযুক্তির বিকাশই মানুষকে সাহিত্য বিমূখ করছে। বিকেল ৪ টায় ছিল আলোচনা অনুষ্ঠান। কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, চিন্তক ও বাগ্মী অধ্যাপক শংকর দাশ, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কবিতা বাংলা কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ফরিদ আহমদ দুলাল, প্রাবন্ধিক, গবেষক ও সাংবাদিক ইসমাইল সাদী।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তার, কালিহাতী সাধারন পাঠাগারের সম্পাদক ও একুশে বই মেলা উদ্যাপন কমিটির সদস্য সচিব আলহাজ¦ আনছার আলী বি.কম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাফিসা আক্তার প্রমূখ।

শেষে স্থানীয় ও বিভিন্ন টিভি চ্যানেলের শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।