ঠাকুরগাঁওয়ে প্রেসক্লাবে বিএনপির অবস্থান কর্মসূচি


খালেদা জিয়ার বিরুদ্ধে 'মিথ্যা মামলা' প্রত্যাহার ও তাঁর মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।মঙ্গলবার (১৩ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচিতে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তৈমুর রহমান বলেন, 'বর্তমান সরকার স্বৈরাচারী মনোভাব নিয়ে বিএনপি নেতাদের দমনপীড়ন করছে। শান্তিপূর্ণ সভা, সমাবেশ করতে চাইলেও পুলিশ তা করতে বাধা দিচ্ছে। তাই বাধ্য হয়ে জেলা বিএনপি কার্যালয়ে অবস্থান না নিতে পেরে প্রেসক্লাব চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।
তৈমুর রহমান আরো বলেন, পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানি ও গ্রেপ্তার করছে। মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি না দিলে আরো কঠোর গণ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে কারামুক্ত করা হবে বলে উল্লেখ করেন তিনি।
হাসেম আলী/এইচএইচ