মির্জাপুরে প্রশ্নপত্র ফাঁসে,এক ছাত্রের দুই বছর কারাদন্ড


টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। এ সাথে জড়ীত থাকার অভিযোগে বাবুল হোসেন নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রকে দুই বছরের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
রোববার সকালে মির্জাপুর উপজেলার বাঁশতৈল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। মির্জাপুর উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আজগর হোসেন এ দন্ড দেন।
বাবুল হোসেন করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র ছাত্র ও উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল সোনালীয়া গ্রামের শুকুর মাহমুদের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোববার সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা শুরুর আগে বাঁশতৈল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে বাবুল মোবাইল ফোনে ফাঁস করা প্রশ্নপত্র তার ছোট ভাইসহ আরও কয়েকজন পরীক্ষার্থীকে সরবরাহ করছিল। এসময় কয়েকজন অভিবাবক তা দেখে পুলিশে খবর দেয়।
পুলিশ গিয়ে তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন বাবুলকে দুই বছর বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা প্রদান করেন।
মির্জাপুরে প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থানীয় অভিভাবক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক এই ঘটনাকে প্রশাসনের দুর্বলতা পরীক্ষা কেন্দ্রের অব্রবস্থাপনা ও অনিয়মকে দায়ী করেছেন।
মির্জাপুরের বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) ফয়সাল ভ্রাম্যমান আদালতের বিচারক বাবুলকে পাবলিক পরীক্ষা অপরাধ আইনে দুই বছরের বিনাশ্রম করাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন বলে জানিয়েছেন ।
শামসুল ইসলাম সহিদ/পিএইচ