কালিহাতীতে আওয়ামীলীগ নেতাকে চিকিৎসা সহায়তা প্রদান

কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৭:২৯ পিএম, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮ | ৫৭৩

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও ঘুনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আবু মুহাম্মদ জিন্নাহ’র দুটি কিডনি বিকল হওয়ায় তাকে চিকিৎসা সহায়তা প্রদান করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি।

১৪ ফেব্রুয়ারি বিকাল ৫ টায় উপজেলা পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষ থেকে মানবতার সেবায় এগিয়ে আসার লক্ষ্যে আবু মুহাম্মদ জিন্নাহ’র হাতে ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতারা।

এসময় উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ আনছার আলী বি.কম, বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ রিয়াজ উদ্দিন আহম্মেদ, যুগ্ম সাধারন সম্পাদক এ.বি.এম নূরুল আলম খসরু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি’র সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক নাজমুল করিম,কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আব্দুল মালেক তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক শরীফ আহম্মেদ রাজু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির,বাংড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেছুর রহমান, সাধারন সম্পাদক আলহাজ¦ মোতালেব হোসেন প্রমূখ।

 

শুভ্র মজুমদার/এইচএইচ