বাসাইলে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

বাসাইল সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৪১ পিএম, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭ | ৪৮৫

টাঙ্গাইলের বাসাইলে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্নার হস্তক্ষেপে একটি বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে। মেয়েটির নাম রেশমি আক্তার (১২)। সে উপজেলার ফুলকী ইউনিয়নের আইসড়া গ্রামের আঃ রাজ্জাক মিয়ার একমাত্র মেয়ে।

রেশমি ছাতিহাটি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী। সম্প্রতি উপজেলার বালিয়া গ্রামের প্রবাসী রাজিব মিয়ার সাথে রেশমির বিয়ে ঠিক হয়। মেয়ের পরিবার গোপনে তার নানার বাড়ি বাসাইল উত্তর পাড়া ( ভোলা মিয়ার বাড়ি) কাদের মিয়ার বাড়িতে এনে তাকে বিয়ে দেবার জন্য প্রস্তুতি গ্রহন করে।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে বাসাইল উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্না বাল্যবিয়ে বন্ধ করার জন্য তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করেন। তিনি প্রশাসনিক কাজে টাঙ্গাইলে ব্যস্ত থাকায় বাসাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলামকে বিষয়টি অবহিত করেন।

পরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম এর মাধ্যমে রেশমির বাল্যবিয়ের সকল কার্যক্রম বন্ধ করেন। প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত রেশমিকে বিয়ে দেওয়া হবে না মর্মে রেশমির বাবা স্বীকারোক্তি প্রদান করেন।