নাগরপুরে প্রতিপক্ষকে ঘায়েল করতে...

নাগরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:০৩ পিএম, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮ | ৭৭১

টাঙ্গাইলের নাগরপুরে প্রতিপক্ষকে ঘায়েল অভিনব কৌশল বেছে নিয়েছে প্রতিপক্ষ। তাদেরকে ঘায়েল করতে চুরির অপবাদসহ একাধিক মামলা দিয়ে ফাসানোর চেষ্ঠা করছে দুর্বৃত্তরা। এ নিয়ে সংশ্লিষ্ট এলাকায় চলছে সমালোচনার ঝড়। ঘটনাটি ঘটেছে উপজেলার বেকড়া গ্রামে।

দৃর্বৃত্তরা এলাকার প্রভাবশালী হওয়ায় এদের বিরুদ্ধে কেহ মুখ খলছে না। ওই প্রভাবশালী চক্রের সদস্যরা হচ্ছে, বেকড়া গ্রামের হাবেল মিয়ার ছেলে শওকত আলী(৩৫) অপর দুই ভাই সেতাব(৩২) ও কেতাব আলী(৩০)। ভুক্তভুগিরা হলেন, একই গ্রামের তমিজ উদ্দিনের পুত্রদ্বয় লতিফ মিয়া (৬৫) ও লুৎফর মিয়া (৫০)। এ নিয়ে প্রশাসনের সুদৃষ্ঠি কামনা করেছে এলাকার সাধারন জনগন।

এলাকাবাসি ও ভুক্তভুগি পরিবার সূত্র জানায়, শুক্রবার বিকেলে বেকড়া গ্রামে হাবেল মিয়ার ছেলে শওকত আলী (৩৫) একই গ্রামের সালাম মিয়ার সরিষা ক্ষেতের ওপর দিয়ে ট্রাক্টর নেয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। খবর পেয়ে শওকত আলীর অপর দুই ভাই সেতাব (৩২) ও কেতাব আলী (৩০) ৭/৮ জনের একটি সংঘবদ্ধ দল নিয়ে দেশিয় অস্ত্র সস্ত্রে সজি¦ত হয়ে লতিফ ও লুৎফরকে বেধড়ক পেটাতে থাকে।

এতে লতিফ ও লুৎফর মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পরে। এ নিয়ে এলাকাবাসি এগিয়ে আসলে প্রতিপক্ষ ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্বজনরা এলাকাবাসীর সহায়তায় গুরুতর আহত ওই দুই সহোদরকে তাৎক্ষনিক নাগরপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। ঘটনায় লুৎফর মিয়া বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। লতিফ ও লুৎফর বর্তমানে নাগরপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছে।

ওই ঘটনাকে কেন্দ্র করে প্রতিহিংসায় ফুলে ফেঁপে উঠে দৃর্বৃত্তদল। প্রতিপক্ষকে ফাঁসাতে একাধিক কৌশল বেছে নেয় তারা। সম্প্রতি নাটক সাজাতে নিজেদের স্যালো মেশিন সরিয়ে চুরির অপবাদ দেয় প্রতিপক্ষের ঘারে। এদিকে লতিফ ও লুৎফর বর্তমানে নাগরপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন থাকায় তাদের নাটক বুঝে ফেলে এলাকাবাসী। পায়তারা করে তাদের নামে মামলা সাজাতে। ঘটনাটি অন্তসার শুন্য হওয়ায় একাধিক জায়গায় অভিযোগ দিয়েও লাভ হয়নি ওই দুর্বৃত্তদলের।

 

এইচএইচ