নলুয়া গ্রামে গনসংযোগ করলেন সৈয়দ মাহমুদুল ইলাহ লিলু


দেলদুয়ারের নলুয়া গ্রামে গনসংযোগ করলেন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী সৈয়দ মাহমুদুল ইলাহ লিলু। আসন্ন জাতীয় সংসদ টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক গনসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গভীর রাতে দেলদুয়ার উপজেলার সদর ইউনিয়নের নলুয়া গ্রামে ইসলামী জলসায় যোগদান করাসহ গনসংযোগ করেন তিনি। দেলদুয়ার ও নাগরপুরের ২০ ইউনিয়নের ১৮০টি ওয়ার্ডের সাধারন মানুষের সমস্যার কথা শুনে তারও সমাধান করছেন। এছাড়াও সামাজিক নানা কর্মকান্ড পরিচালনার ফলে এ নির্বাচনী আসনবাসীর আস্থার মানুষ হয়ে উঠেছেন তিনি।
ধারাবাহিকতা গনসংযোগকালে তিনি আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশে শান্তিতে রয়েছে। যারা দূর্নীতি করছে তাদের শাস্তি হচ্ছে। সে যত ক্ষমতাধর ব্যক্তিই হোক না কেন? আগামী নির্বাচনে নৌকার পক্ষে গনজোয়ার সৃষ্টির আহবান জানিয়ে এই নেতা বলেন এই সরকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতে উন্নয়ন ঘটিয়েছে।
উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে মানবতার জননী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে বলে ব্যাপক প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন তিনি। গনসংযোগকালে স্থানীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক চিত্র তুলে ধরতে মতবিনিময় করছেন আওয়ামী লীগ নেতা সৈয়দ মাহমুদুল ইলাহ লিলু। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ উপজেলার সর্বস্তরের সাধারন মানুষ।
এইচএইচ