উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

আহত ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, সোমবার, ২১ জুলাই ২০২৫ | ২৬৯

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের মধ্যে প্রাথমিক মূল্যায়নে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান।

আজ সোমবার (২১ জুলাই) রাত সাড়ে আটটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৮৮ জন হাসপাতালে ভর্তি আছেন। প্রাথমিক মূল্যায়নে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক।