বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষার পুরস্কার বিতরণ


টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলজে এসএসসি পরীক্ষার্থীদের চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
১১ এপ্রিল (সোমবার) দুপুরে বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার লায়লা খানম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য আকরাম হোসেন কিসলু।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য মো. আ: রহিম, মো. আতাউর রহমান খান (আলো), মো. সিরাজুল ইসলাম।
এসএসসি পরীক্ষা উপলক্ষ্যে চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষায় মানবিক বিভাগ থেকে পুরস্কার পাওয়া শিক্ষার্থীরা হচ্ছে মো. আরিফ (প্রথম), তাজমীম জাহান (দ্বিতীয়), সুমাইয়া (তৃতীয়), রুকু আক্তার ও আল আকিব যৌথভাবে (চতুর্থ), পূজা রানী বসাক (পঞ্চম), লাবনী আক্তার (ষষ্ঠ), স্নেহা সাহা (সপ্তম)।
টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুকের লেখা আত্মজৈবনিক বইটি শিক্ষার্থীদেরকে পুরস্কার দেওয়া হয়। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।