বাগাতিপাড়ায় থানায় এজাহার

গণিত প্রশ্নপত্র ফাঁস, দু’টি মোবাইল ফোন জব্দ

বাগাতিপাড়া সংবাদদাতা
প্রকাশিত: ০৮:০২ পিএম, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৮ | ৫০৩
ফাইল ছবি

নাটোরের বাগাতিপাড়ায় মোবাইল ফোনের মাধ্যমে এসএসসি গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দু’টি মোবাইল ফোন জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি। বাগাতিপাড়া মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেরিনা সুলতানা জানান, বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে গণিতের প্রশ্ন দিয়ে ফেরার সময় রাস্তার পাশে সাড়ে নয়টায় শিক্ষার্থীসহ বেশ কয়েকজনকে একত্রে মোবাইল ফোনে কিছু দেখতে দেখা যায়।

সন্ধেহ হলে আমি সেখানে যেতেই মোবাইল ফোন দু’টি রেখে তারা পালিয়ে যায়। পরে মোবাইল ফোনে গণিতের প্রশ্নপত্র দেখতে পান তিনি। যা গণিত পরীক্ষার প্রশ্নপত্রের সাথে মিল পাওয়া যায়।

পরে মোবইল ফোনটি কাদিরাবাদ ক্যান্টমেন্ট পাবলিক স্কুলের বিজ্ঞান বিভাগের শাহরিয়ার হোসেন শুভর জানতে পারায় মা-ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়।

এদিকে এ ঘটনায় উপজেলা ভ‚মি অফিসের অফিস সহায়ক মোখাছেরুল ইসলাম নাদের বাদী এজাহার দায়ের করেন। এব্যাপারে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মামলা হয়েছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরিফুল ইসলাম তপু/পিএইচ