ধানমন্ডিতে পরিত্যক্ত গাড়িটির মালিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, সোমবার, ১৯ আগস্ট ২০২৪ | ২৫৭

ধানমন্ডির রাস্তায় ফেলে রাখা গাড়িটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান খান কামালের নামে নিবন্ধিত। পরিত্যক্ত ল্যান্ড ক্রুজার গাড়িটির আনুমানিক মূল্য দুই কোটি টাকা।

রোববার (১৮ আগস্ট) সকাল থেকে ঢাকা মেট্রো ঘ-২১-৮৪৫৬ নম্বর প্লেটযুক্ত গাড়িটি ধানমন্ডির বাইতুল আমান মসজিদের সামনে পাওয়া গেছে। পরে মধ্যরাতে সেনাবাহিনীর সহযোগিতায় গাড়িটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গাড়িটির মালিক আসাদুজ্জামান খান ও তার বাবা মৃত আশরাফ আলী খান।

গাড়িটির রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন এবং ফিটনেস সার্টিফিকেটের তথ্য থেকে জানা যায়, এটি ২০২২ সালের ৩১ জুলাই বিআরটিএর মিরপুর অফিস থেকে নিবন্ধিত হয়েছে। গাড়িটির ফিটনেস মেয়াদ রয়েছে ২০২৭ সালের ৩ জানুয়ারি পর্যন্ত।

সুত্র:বণিক বার্তা