শপথ নিলেন ১৪ সদস্য

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:৫০ এএম, বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪ | ২৬৩
ছবি বাসস

নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গতকাল অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও। তারা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বঙ্গভবনের দরবার হলে গতকাল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। 

নাহিদ ও আসিফ ছাড়াও উপদেষ্টা পরিষদে রয়েছেন ড. সালেহউদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, এএফ হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সুপ্রদিপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আ ফ ম খালিদ হাসান, নূর জাহান বেগম, শারমিন মুরশিদ ও ফারুক-ই-আজম। তাদের মধ্যে সুপ্রদিপ চাকমা, বিধান রঞ্জন রায় ও ফারুক-ই-আজম ছাড়া বাকিরা গতকাল শপথ নিয়েছেন।

প্রথমেই শপথ নেন ড. ইউনূস। পরে তিনি সরকারের প্রধান উপদেষ্টার শপথনামায় স্বাক্ষর করেন। এর পরপরই শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টা। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি জানিয়েছেন, ঢাকার বাইরে থাকায় গতকাল শপথ নিতে পারেননি বিধান রঞ্জন রায়, সুপ্রদিপ চাকমা ও ফারুক-ই-আজম। তারা পরবর্তী সময়ে শপথ গ্রহণ করবেন বলে জানানো হয়।

মাদার্শা ইউনিয়নের মক্কার বাড়ি। তিনি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক হিসেবে অধ্যাপনা করছেন। 

 

নূর জাহান বেগম গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া গ্রামীণ পরিবারের একটি অলাভজনক শিক্ষাপ্রতিষ্ঠান গ্রামীণ শিক্ষার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। 

 

কোটা সংস্কার আন্দোলন ঘিরে মো. নাহিদ ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হিসেবে আলোচনায় আসেন। ঢাকার বনশ্রীর ছেলে নাহিদ ইসলাম ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও সাম্প্রতিক সময়ের কোটা সংস্কার আন্দোলন ঘিরে আলোচনায় আসেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির সমন্বয়ক হিসেবে রয়েছেন তিনি। 

 

নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ দুজনই গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে একটি ছাত্রসংগঠনের নেতা। নাহিদ এটির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আর আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক। এ সংগঠনের সভাপতির দায়িত্বে আছেন ডাকসুর সাবেক সমাজকল্যাণ সম্পাদক আখতার হোসেন।

 

এখনো শপথ নেননি যারা তাদের মধ্যে ড. বিধান রঞ্জন রায় পোদ্দার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইএমএইচ) পরিচালক ছিলেন। অতি সম্প্রতি তিনি অবসরে গেছেন। মানসিক রোগ বিশেষজ্ঞ হিসেবে ড্রাগ আসক্তি ও যৌন রোগ বিষয়ে তিনি বেশ সমাদৃত। মানসিক রোগ বিশেষজ্ঞদের সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস’ (বিএপি)-এর প্রেসিডেন্ট ছিলেন।

 

সুপ্রদিপ চাকমা মেক্সিকো ও ভিয়েতনামে রাষ্ট্রদূত হিসেবে এবং মরক্কোর রাবাত, বেলজিয়ামের ব্রাসেলস, তুরস্কের আঙ্কারা ও শ্রীলংকার কলম্বোতে বাংলাদেশ মিশনেও বিভিন্ন পদে কাজ করেছেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করা সুপ্রদিপের গ্রামের বাড়ি খাগড়াছড়ির কমলছড়িতে। 

 

বীর প্রতীক ফারুক-ই-আজম মুক্তিযুদ্ধের একমাত্র সমন্বিত যুদ্ধাভিযান ‘অপারেশন জ্যাকপট’-এর উপ-অধিনায়ক ছিলেন। যুদ্ধশেষে তিনি নৌবাহিনীতে যোগ দেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। অবসর জীবনে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে সক্রিয় ভূমিকা পালন করেন। ফারুক-ই-আজম বর্তমানে চট্টগ্রাম শহরের মেহেদীবাগে বাস করেন।