শারদীয় দুর্গোৎসবে চার হাজার শাড়ী বিতরণ করলেন মহিলা ভাইস চেয়ারম্যান


শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টাঙ্গাইলের সদর উপজেলার ১২টি ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ী বিতরণ করেছেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার।
এছাড়াও তিনি জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। শামীমা আক্তারের নিজস্ব অর্থায়নে চার হাজার নারীদের মাঝে এ শাড়ি বিতরণ করা হয়।
শামীমা আক্তার বলেন, সবাই যেন সুন্দর ভাবে দুর্গোৎসব পালন করতে পারেন সে লক্ষ্যে উপজেলার ১২টি ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নারীদের মাঝে পূজার উপহার হিসেবে শাড়ী বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে স্বাধীনতা বিরোধীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। জাতির পিতার স্বপ্ন আজ বাস্তবায়িত হচ্ছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকায় ভোট দিতে হবে। তাহলেই দেশ উন্নয়নের দ্বারা অব্যাহত থাকবে।