মেসি জাদুতে জয় দিয়ে শুরু বার্সার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৫৯ এএম, সোমবার, ২১ আগস্ট ২০১৭ | ৪৮৮

মৌসুম শুরুর আগেই বার্সা ছেড়ে পিএসজিতে চলে গেছেন নেইমার। ইনজুরির কারণে মাঠে বাইরে সুয়ারেজ। এমএসএন ত্রয়ীর একমাত্র সদস্য হিসেবে মাঠে ছিলেন মেসির। আর তার দুর্দান্ত পারফরমেন্সেই জয় দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করলো বার্সা। ন্যু ক্যাম্পে রিয়াল বেটিসকে ২-০ গোলে হারিয়েছে ভালভার্দের শিষ্যরা।

মৌসুম শুরুর আগে স্প্যানিশ সুপার কাপে রিয়ালের কাছে হারের ক্ষত কাটাতে এ ম্যাচে জয়ের কোন বিকল্প ছিল না দলটির। ঘরের মাঠে তাই ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে মেসি-আলকাসেররা। ম্যাচের ১৪ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে মেসির নেওয়া ফ্রি কিক ক্রসবারের একটু ওপর দিয়ে যায়। আর ২৫ মিনিটে বুসকেটসের সঙ্গে বল দেওয়া নেওয়া করে মেসির শট বাঁ পোস্ট ঘেঁষে বের হয়ে যায়।