টাঙ্গাইলে একদিনে করোনায় শনাক্তের রেকর্ড ছাড়িয়েছে


টাঙ্গাইলে নতুন করে করোনা ও উপসর্গ নিয়ে ৭জনের মৃত্যু হয়েছে। এছাড়াও জেলায় নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস সংক্রমণের হার রেকর্ড ছাড়িয়েছে। এতে গেল ২৪ ঘন্টায় ৪১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে ৭১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এতে জেলায় করোনা সংক্রমণের হার দাড়িয়েছে ৫৭.৯২ শতাংশে। যা এযাবৎ কালে জেলায় সব্বোর্চ সংখ্যক করোনায় আক্রান্ত হয়েছে।
মঙ্গলবার সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৯০৪৪ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন মোট ১৩৫জন। আরোগ্য লাভ করেছেন ৪৮৯৩ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬৭৪ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫৭৩৬ জন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান বলেন, গেল ২৪ ঘন্টায় হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে ৩জন ও উপসর্গ নিয়ে ২জন মারা গেছেন। এছাড়া অন্যান্য জায়গায় আরো দুইজনের মৃত্যু হয়েছে।