বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ | ৪৪৭

“কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণে বৈশ্বিক অপরিহার্যতা”এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলে বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মোহাম্মদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনছারি, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মজিবুল আহসান।