করটিয়ায় ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০০ পিএম, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ | ৪২৪

টাঙ্গাইলের সদর উপজেলার বানিজ্যিক এলাকা করটিয়ায় ”জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে” গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর ) বিকালে সরকারি সা'দত কলেজ মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ লাঠিখেলার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন।

উদ্বোধক ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।

লাঠিখেলা শেষে করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) হাসান-বিন-মুহাম্মদ আলী,সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দী, মহিলা ভাইস-চেয়ারম্যান শামীমা আক্তার প্রমুখ।

এর আগে ঢাল,খোল, মন্দিরার তালে তালে নেচে-গেয়ে লাঠিয়ালরা লাঠিখেলার বিভিন্ন ধরনের কসরত দেখান। লাঠিখেলায় জেলার বিভিন্ন অঞ্চল থেকে চারটি লাঠিয়াল দল অংশ গ্রহন করে। অংশগ্রহণকারী প্রতিটি লাঠিয়াল দলই নানা ধরনের শারীরিক কসরত ও বিভিন্ন কৌশলের লাঠিখেলা প্রদর্শন করেন।

এসময় বিভিন্ন এলাকা থেকে সহা¯্রধিক নারী-পুরুষ লাঠিখেলা উপভোগ করেন।