স্মার্ট বাংলাদেশ বিনির্মানে

বিএনপি জামাত জোটের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে গোপালপুরে শান্তি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩১ পিএম, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ৪৮৮
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিএনপি জামাত জোটের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে টাঙ্গাইলের গোপালপুরে বিশাল শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার বিকেলে পৌর শহরের সরকারি সূতী ভি.এম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শান্তি সমাবেশের আয়োজন করা হয়।
 
এতে প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও টাঙ্গাইল-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু। 
 
প্রধান বক্তা ছিলেন ভুঞাপুর পৌরসভার মেয়র ও টাঙ্গাইল-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ।
 
গোপালপুর পৌরসভার মেয়র রফিকুল হক ছানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হাসান, মনিরুজ্জামান মনির, হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান তালুকদার হীরা, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ। 
 
এছাড়াও আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।