টাঙ্গাইলে বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশীপ শুরু

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ | ৩৫৯

টাঙ্গাইলে বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশীপ শুরু হয়েছে। বুধবার সকালে পৌর শহরের বিবেকানন্দ হাই স্কুল এ্যান্ড কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে এ চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম।

বিবেকানন্দ হাই স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুর রহিম সুজন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশীপের চেয়ারম্যান কামনাশীষ শেখর।

অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক অরণ্য ইমতিয়াজ।

পরে জেলা প্রশাসক বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশীপের জার্সি উন্মোচন উদ্বোধন করেন।এর আগে বেলুন উড়িয়ে বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করা হয়।

এ সময় বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ফুটবল চ্যাম্পিয়নশীপে ১৪টি দল অংশগ্রহণ করে।

আগামী শনিবার এ ফুটবল চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।