স্কুল ছাত্রকে পিটিয়ে আহত করায় বিচার দাবীতে মানববন্ধন


মাদকে না বলি-সুন্দর সুস্থ জীবন সমাজ গড়ি এই শ্লোগানে ও মাদক সেবনের প্রতিবাদ করায় টাঙ্গাইলের ধনবাড়ীতে এক স্কুল ছাত্রকে পিটিয়ে আহত করায় দোষীদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার (৩০ আগষ্ট ) সন্ধ্যায় ধনবাড়ী পৌরসভার রূপশান্তি মধ্যপাড়া গ্রামের ধনবাড়ী-রূপশান্তি সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মনববন্ধনে আহত স্কুল ছাত্রের বাবা শাজাহান আলী, রূপশান্তি এলাকার বাসিন্ধা সাবেক ব্যাংক কর্মকর্তা আনোয়ার সরকার, এলাকাবাসী মিজানুর রহমান সুমন সরকার, আনছার আলী, আব্দুল বারী, ইউছুফ আলী, রঞ্জু মিয়া, অবসরপ্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলাম সহ বক্তারা তাদের বক্তব্যে বলেন, গত মঙ্গলবার(২৯ আগষ্ট২৩)ইং বিকেলে স্বাধীন(১৬) নামের এক স্কুল ছাত্রকে রূপশান্তি গ্রামের জমির উদ্দিনের ছেলে জুয়েল রানা(২৬), বেলালের ছেলে রাজু(২২) মুক্তারের ছেলে রানা মিয়া(৩২) এরা সকলে মিলে স্বাধীনকে একা পেয়ে লোহার রড় ও পাইপ দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেন।
এসময় তার ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে তারা দৌড়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা আহত স্বাধীনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে গতকাল রাতে আহত স্বাধীনের বাবা শাজাহান আলী বাদী হয়ে ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পরেও পুলিশ আসামীদের গ্রেপ্তার করতে না পারায় আজ আমরা এলাকাবাসী আসামীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করছি। আন্দোলনকারীরা দ্রুুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে।
এদিকে পুলিশ বলছে আভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মানববন্ধনে হানিফ মন্ডল, জুয়েল রানা ও আনোয়ার হোসেন, স্বপন মিয়াসহ এলাকার নারী-পুুরুষ সহ সকলেই উপস্থিত ছিলেন।