গালা ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৪ পিএম, সোমবার, ২৮ আগস্ট ২০২৩ | ৫১১

টাঙ্গাইল সদর উপজেলায় গালা ইউনিয়নের শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সাফল্য প্রচার এবং আগামী নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করার লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২৮ আগস্ট ) ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে বিকেলে বরশিলা শিবপুর গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ মো. ছানোয়ার হোসেন।

গালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহ্জাহান আনছারী, সদর আওয়ামী লীগের যৃগ্ম সাধারণ সম্পাদক মো. হর্যরত আলী প্রমুখ।